Text Widget

জীবন ও জীবিকাভিত্তিক তথ্যভান্ডার

Powered by Blogger.

Find Us On Facebook

Download

Search This Blog

header-menu

১লা ফ্রেবুয়ারি

Labels:
By: Admin → Sunday 1 February 2015
আজ ১লা ফ্রেবুয়ারি- এই দিনে
-----------------------------------
১৬৬৬ - মোগল সম্রাট শাহজাহান বন্দি অবস্থায়
শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৭২৬- কলকাতায় প্রথম কোর্ট বসে।
১৭৪৩- মার্কিন উদ্ভাবক জন ফিচের জন্ম।
১৭৮৫- ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর জেনারেল
পদ থেকে ইস্তফা দেন।
১৭৯০- মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট
প্রথমবারের মত বসে।
১৭৯৭- লর্ড কর্নওয়ালিস ভারতের গভর্নর জেনারেল
রুপে শপথ নেন।
১৮০১- ফরাসি অভিধান- প্রণেতা মাক্সিমিলিয়্যাঁ
পল এমিল লিত্রে এর জন্ম।
১৮০৫- কল্পবাদী সমাজতন্ত্রী ও
ফরাসি বিপ্লবী লুই ব্লাঁকি- এর জন্ম।
১৮২৭- বেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয়।
১৮৩১- কলকাতায় প্রথম চারুকালা প্রদর্শনীর
উদ্বোধন হয়।
১৮৫১- কবি শেলির পত্নী ও ফ্রান্কেনস্টাইন
রচিয়তা মেরি ওলস্টোনক্র্যাফট শেলির মৃত্যু।
১৮৬২- বঙ্গীয় আইন সভার উদ্বোধনী অধিবেশন শুরু
হয়।
১৮৭১- কলকাতায় শিক্ষয়িত্রী প্রশিক্ষণ বিদ্যালয়
প্রতিষ্ঠিত হয়।
১৮৭৪- অস্ট্রীয় কবি, নাট্যকার ও প্রাসঙ্গিক
হুগো ফন হফমানস্টাল-এর জন্ম।
১৮৮১- দিল্লির প্রাচীনতম কলেজ সেন্ট স্টিফেন
কলেজ স্থাপিত হয়।
১৮৮৪- অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি প্রথম
প্রকাশিত হয়।
১৯০২- মার্কিন লেখক ল্যাংস্টন হিউজের জন্ম।
১৯০৫- ইতালীয় মার্কিন পদার্থবিদ অ্যামিলিও
জিনো সেগরে-র জন্ম।
১৯০৯- কিশোর- সাহিত্যের লেখক ক্ষিতীন্দ্রনারা
য়ণ ভট্টাচার্যের জন্ম।
১৯১০- প্রথম ব্রিটিশ চাকরি বিনিময় কেন্দ্র
খোলা হয়।
১৯২৩- বাংলাদেশের কূটনীতিক হোসেন আলীর
জন্ম।
১৯২৪- ব্রিটেন সোভিয়েত
ইউনিয়নকে স্বীকৃতি দেয়।

Posted At:

TemplatePixel

TemplatePixel creates awesome and unique blogger templates. TemplatePixel also creates some special premium blogger themes which meet your expectation. TemplatePixel create themes for Magazine, Portfolio, Gallery and Simple.

No Comment